বৃষ্টির দাপটে প্রথম চার দিনের ম্যাচ ড্র

বাংলাদেশ-দ. আফ্রিকা ইমার্জিং সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

বৃষ্টির দাপটে ড্র হয়ে গেল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের প্রথম চার দিনের ম্যাচ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গতকাল শুক্রবার কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামে। বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ৩৫ ওভার। ম্যাচের প্রথম ও তৃতীয় দিনেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। গতকাল প্রথম ওভারেই ফিরে যান শাহাদাত হোসেন। কিছুক্ষণ পর একই পথের পথিক হন আইচ মোল্লা। বেশিক্ষণ টিকতে পারেননি আরিফুল ইসলামও। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ ইমার্জিং দলের জন্য যেন স্বস্তি হিসেবেই নামে বৃষ্টি। ভেসে যায় ম্যাচে ফল আসার সব সম্ভাবনা। ২ উইকেটে ৫ রান নিয়ে শেষ দিন খেলতে নেমে দিনের শুরুতে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সব মিলিয়ে এদিন তারা করতে পারে ৭৮ রান। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ৩০৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরে রকিবুল হাসানের ৭ উইকেটে প্রোটিয়াদের ২৪৩ রানে গুটিয়ে ৬৫ রানের লিড নেয় তারা। ম্যাচের শেষ দিন চতুর্থ বলে আন্দিলে সিমেলানের চমৎকার ইয়র্কার লেংথ ডেলিভারিতে বোল্ড হন শাহাদাত। প্রথম ইনিংসে চল্লিশছোঁয়া রান করা স্বাগতিক অধিনায়ক এবার ফেরেন মাত্র ২ রানে। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে দলে হাল ধরার চেষ্টা করেন আইচ ও আরিফুল। তবে দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। শেপো এনটুলির বলে শর্ট স্কয়ার লেগে ক্যাচ দেন আইচ (৩২ বলে ১১)। কিছুক্ষণ পর ১৪ রান করা আরিফুলকে কট বিহাইন্ড করেন এনটুলি। পঞ্চাশের আগে পাঁচ উইকেট হারিয়ে তখন অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ। বিপদ বাড়তে পারত আরও। জর্জ ফন হিয়ারডিনের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েও বেঁচে যান প্রিতম কুমার। এরপর আর বিপদ ঘটতে দেননি প্রিতম ও মইন খান। দুজনের ৪২ রানের জুটি গড়ার পথে কয়েক দফায় হানা দেয় বৃষ্টি। পরে শেষ সেশনে গিয়ে ড্র মেনে নেয় দুই দল। প্রিতম ৭৩ বলে ২১ ও মইন ৪৪ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ম্যান অব দা ম্যাচ হন রকিবুল হাসান। মিরপুর শেরই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী মঙ্গলবার দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিবিঘ্নিত ম্যাচ এগোচ্ছে ড্রয়ের দিকে
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করলো চট্টগ্রাম বিভাগ