কাপ্তাইয়ে গতকাল টানা দেড় ঘণ্টার ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। আর লেকে পানি বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সব গুলো ইউনিট সচল রয়েছে। ৫টি ইউনিট থেকে ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের গতকাল রাত সাড়ে ৮টার সময় আজাদীকে বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এখন (৩ সেপ্টেম্বর) কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু লেকে এখন পানি রয়েছে ১০৫.৪৫ ফুট এমএসএল। প্রয়োজনের তুলনায় বর্তমানে ৬ ফুট পানি বেশি রয়েছে।