বৃষ্টি পড়ে

আহসানুল হক | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

বৃষ্টি পড়ে ঝাপুরঝুপুর

হারান মাঝির ছইয়ে

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

খোকার রঙিন বইয়ে !

বৃষ্টি বাজায় ছন্দ নূপুর

কৃষান টিনের চালে

আকাশ কলস উল্টে উপুড়

পুরো বর্ষাকালে !

বৃষ্টি পড়ে সন্ধ্যাদুপুর

মাঠনদী ও খালে

বৃষ্টি পড়ে ফর্সা রুপুর

তুলতুলে দুই গালে !

পূর্ববর্তী নিবন্ধপ্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না
পরবর্তী নিবন্ধআমার বাড়ি