বৃষ্টি পড়ে ঝাপুর–ঝুপুর
হারান মাঝির ছইয়ে
বৃষ্টি পড়ে টাপুর –টুপুর
খোকার রঙিন বইয়ে !
বৃষ্টি বাজায় ছন্দ নূপুর
কৃষান টিনের চালে
আকাশ কলস উল্টে উপুড়
পুরো বর্ষাকালে !
বৃষ্টি পড়ে সন্ধ্যা–দুপুর
মাঠ–নদী ও খালে
বৃষ্টি পড়ে ফর্সা রুপুর
তুলতুলে দুই গালে !