কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সিরাজুল ইসলাম সড়কটি বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেঙে যাওয়ায় এলাকার লোকজন ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। চরপাথরঘাটা ৭ নম্বর ওয়ার্ড ইছানগর গ্রামে অবস্থিত সড়কটি দিয়ে প্রতিদিন শত শত অটোরিকশা ও টেক্সি চলাচল করে। শুধু তাই নয়, পুরো গ্রামের লোকজন ও বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা এ রাস্তা ব্যবহার করেন। জানা গেছে, মৌলভীবাজার হয়ে হাজি আরবান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি ১% এর বরাদ্দে সংস্কার হয়েছিল দীর্ঘদিন আগে। সমপ্রতি বৃষ্টি ও জোয়ারের পানিতে রাস্তাটি লামার বাজার এলাকার অংশে ভেঙে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, পানিতে রাস্তাটি ভেঙে খালের সঙ্গে মিশে গেছে। গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় স্থানীয়রা হেঁটে সড়কে চলাচল স্বাভাবিক করতে ভাঙা অংশে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। এ সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দা নুর আলী বলেন, আমাদের একমাত্র রাস্তাটি স্রোতে ভেঙে গেছে। এখন আমাদের চলাচলে কষ্ট হচ্ছে। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত হোক। আরেক বাসিন্দা আব্দুল মজিদ বলেন, রাস্তাটি মেরামত না হলে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করবে। রাস্তাটি অলরেডি খালে পরিণত হয়েছে। মানুষের দুর্ভোগের শেষ নেই। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি। চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুক হক বলেন, আপাতত দুই পাশে মাটি ভরাটের কাজ শুরু করছি। সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে এটি আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করব। এ বিষয়ে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু তাহের বলেন, সেখানে আমি গিয়েছি। জোয়ারের পানিতে রাস্তাটি ভেঙে গেছে। আপাততে গাছ–বাঁশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে স্থায়ী মেরামত করা হবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিডি) তসলিমা জাহান বলেন, এবারের বৃষ্টি ও জোয়ারের পানিতে রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি।