বৃন্দাবনপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্মিত পাকা ঘর উদ্বোধন

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

রাউজানে উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর জন্য নির্মিত আনসার ব্যারাক উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। গতকাল বুধবার তিনি আনসার ব্যারাক ছাড়াও উপজেলা প্রশাসনের কয়েকটি কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, রাউজান একটি সমৃদ্ধ উপজেলা। এই উপজেলার মানুষ ভাগ্যবান। জেলা প্রশাসক রাউজান আর. আর,এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও হলদিয়ায় বৃন্দাবনপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্মিত পাকা ঘরের উদ্বোধন করেন।

এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল প্রমূখ। এর আগে জেলা প্রশাসক পৌরসভা কার্যালয়ের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু গণপাঠাগার পরিদর্শন করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ বশির উদ্দিন খান, প্যানেল মেয়র () অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, দিলীপ কুমার চৌধুরী, নাছিমা আকতার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহানগর আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ