বৃথাই যত ঘর্মাক্ত শ্রম
বৃথাই রক্ত জল,
দিনান্তে পায় বিভীষিকা
এটাই কর্মফল।
বৃথাই শত ঘাত–প্রতিঘাত
বৃথাই বন্ধ দম,
আস্ফালনে মর্ম চিরে
সিদ্ধ কার্যে কম।
বৃথাই যত ত্যাগ–বিসর্জন
বৃথাই আশা বল,
বেলা শেষে পায় কেবলই
মিছে আশার ছল।
বৃথাই কষ্টের একলা যাপন
বৃথাই জীবন রণ,
সুফলভোগী অদেখা হয়
যখন দুঃখের ক্ষণ।
বৃথাই জমির আবাদ কর্ষণ
বৃথাই প্রয়োগ সার
যথাসময় জল দিলেও
ফল হবে কি তার?