চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমদ বলেছেন, বৃত্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা প্রমাণের সুযোগ পান। শিক্ষার্থীরা কোনো বিষয়ে কতটুকু জানেন বা জ্ঞান রাখেন তার প্রতিফলন ঘটে এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। গত বুধবার রাউজানের একটি অডিটোরিয়ামে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরীক্ষা এবং গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) সমাজের কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করেছেন তা বাস্তবায়নে সকলকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল হক, গহিরা কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মনোয়ার চৌধুরী, রাউজান আরআরএসি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম–সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ এম কামাল উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন, মহানগর কার্যকরী সংসদের সহ–সভাপতি সফিউর রহমান সাইফু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।