বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যাও দরকার

তিলোত্তমার অনুষ্ঠানে এম এ সালাম

| রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বৃক্ষ আমাদের ফল ফুল বাসস্থান সবকিছু দেয়। মানুষ কি বৃক্ষ হতে পারে? যদিও কোনো কোনো মানুষ বৃক্ষকে ছাড়িয়ে যায়। বৃক্ষের জন্ম হয় প্রাণিকুলের উপকার করার জন্য। আমরা যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি তা বৃক্ষের কাছ থেকে পাই। তাছাড়া বৃক্ষের কাছ থেকে খাদ্য, পরিধেয় বস্ত্র, আশ্রয়ের জন্য বাসস্থান, জ্বালানি, বিদ্যুতের খুঁটি, নৌকার কাঠ ও বৈচিত্র্যপূর্ণ আসবাবপত্রও পেয়ে থাকি। তাই বৃক্ষ রোপনের পাশাপাশি বৃক্ষের পরিচর্যা জরুরি। গতকাল শনিবার ‘তিলোত্তমা চট্টগ্রাম’ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির তৃতীয় পর্বের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিলোত্তমা চট্টগ্রামের উপদেষ্টা শুভা নাজ জিনিয়ার সভাপতিত্বে হাটহাজারী এ কে সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লায়ন শাহ আলম বাবুল, মো. আবু সাঈদ সেলিম, রফিক আহমেদ, আবু মুসা খান, মো. জুবায়ের, লোকমান হোসেন জুনু, আক্তার হোসেন, আব্দুল খালেক প্রমুখ।
সভাপতি সাহেলা আবেদিন সমাপনী বক্তব্যে বলেন, ছাএ ছাএীদের বৃক্ষের প্রতি গুরুত্ব তুলে ধরতে হবে যাতে তারা নিজ নিজ জায়গায় গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়। বিশেষ অতিথি এস এম রাশেদ ৫০০ চারা গাছ তিলোত্তমা চট্টগ্রামকে প্রদান করেন। স্কুলে চারা গাছ রোপণ ও হস্তান্তর করা হয়। তিলোত্তমা চট্টগ্রামের পক্ষ থেকে তিন হাজার গাছের চারা এই এলাকায় লাগানো ও ছাএীদের বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি পাহাড়তলী শাখার ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআমরা সকলেই অসাম্প্রদায়িক চেতনার মানুষ