বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে

লায়ন্স জেলার উদ্যোগ

| সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫-বি৪ প্রতি বছরের ন্যায় এবছরও বৃক্ষরোপণের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বৃক্ষরোপণ কমিটির চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মুজিবর রহমানের সভাপতিত্বে গতকাল রবিবার অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য। অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এম.এ. মালেক, লায়ন শামসুল হক, লায়ন মো. কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মঞ্জুর আলম মঞ্জু ও লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন গোপাল কৃষ্ণ লালা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন লায়ন মো. হারুন ইউসুফ, লায়ন মির্জা মো. আকবর আলী চৌধুরী, লায়ন আবু মোর্শেদ, লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), লায়ন শওকত আলী চৌধুরী, লায়ন হুমায়ুন কবির, লায়ন জাহানারা বেগম, লায়ন তারেক কামাল, লায়ন নুর মোহাম্মদ বাবু, লায়ন মাঈন উদ্দিন, লায়ন সাহেলা আবেদীন, লায়ন সোহেলা রহমান মাহমুদ, লায়ন শুভ নাজ জেনিয়া লায়ন ইকবাল হোসেন এবং লিও জেলা সভাপতি আফিফা ইসলাম ও সহ-সভাপতি ইরফান মোস্তফা, আতিক শাহরিয়ার, আলভি লায়ন্স জেলার সিনিয়র লায়ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্লাব থেকে আগত ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ অন্যান্য লায়ন ও লিওবৃন্দ।
এতে প্রধান অতিথি বলেন, বিশ্বকে উষ্ণায়নের হাত থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিবেশকে উন্নত করতে হলে বৃক্ষরোপণ ছাড়া বিকল্প কোন পথ নেই। পরে প্রধান অতিথি সিএলএফ চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুর উন্নয়ন সোসাইটির কোরবানির মাংস বিতরণ
পরবর্তী নিবন্ধপোশাকের দাম ১৬৯০ মার্কিন ডলার!