বর্তমান সময়ে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ বিপর্যয় দরজায় কড়া নাড়ছে, এর জন্য আমাদের নির্বিচারে বৃক্ষ নিধনই দায়ী, আমাদের এহেন বৃক্ষ নিধনে হুমকির মুখে স্বয়ং আমরা নিজেরাই সাথে জীব বৈচিত্র্যসহ, নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা কমে কার্বনের মাত্রা বেড়ে গিয়েছে। যার প্রভাবে পরিবেশ ও জনজীবনে নানা ধরনের মারাত্মক বির্পযয় দেখা দিচ্ছে, এই মুহূর্তে সরকারের উচিত ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে জেলা–উপজেলা, নগর–মহানগরে বাধ্যতামূলক গ্রিনস্পেস সৃষ্টি করে বৃক্ষরোপণ শুরু করা।
সকল পর্যায়ে বৃক্ষ নিধনে যোগোপযোগী আইন সৃষ্টি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। গাছ বাঁচলে মানুষ বাঁচবে এটাই এখন প্রমাণিত।
আসুন গাছ বাঁচিয়ে নিজেকে বাঁচাই।
আলমগীর হোসাইন
সিটি গেইট,
চট্টগ্রাম।