বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, সত্যিকারের দ্বীনি মাদ্রাসাগুলো শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং আদর্শ চরিত্র গঠনের একটি নির্ভরযোগ্য কেন্দ্র। কোরআন–সুন্নাহর আলোকে জীবন গড়তে, নৈতিকতা, মার্জিত আচরণ ও দায়িত্ববোধ সর্বোপরি দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরিতে মাদ্রাসাগুলোর ভূমিকা অপরিসীম। অধ্যক্ষ কার্যালয়ে প্রাক–প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ধারাবাহিকভাবে ৫দিনব্যাপী অভিভাবক সমাবেশের সমাপনী দিবসে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মাসউদ, রাশেদুল ইসলাম চৌধুরী, পেয়ার মোহাম্মদ, আবু তাহের নূরী, মারুফুল ইসলাম, আব্দুল আজিজ, ফরিদুল হক, দিলদার ফারুক, মুনিরুল আমিন, শামসুল আলম নূরানী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।











