বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। নতুন তোষাখানা (রাষ্ট্রীয় উপহার বেচাকেনা) মামলায় টানা ১০ দিন আদালতের শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দ্য ডন পত্রিকা। খবর বিডিনিউজের।

ইমরান খানকে তোষাখানা মামলায় গত মাসে ইসলামাবাদ হাইকোর্ট জামিন দেয়। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় সরকার তাকে মুক্তি দেয়নি। ইমরান ও বুশরা গত ১৩ জুলাই ইদ্দত মামলায় খালাস পাওয়ার পর একইদিনে তোষাখানা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তোষাখানা মামলায় জামিন পান বুশরা। এর মাধ্যমে তিনি জেল থেকে ছাড়া পান। এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় জেল মুক্তির দুই মাসের মধ্যেই আবার গ্রেপ্তার হতে পারেন বুশরা। ওদিকে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তোষাখানা মামলায় জামিন পাননি। আলাদা একটি তোষাখানা মামলায় গত বছর ৫ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি এখনও জেলে বন্দি।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্কে বন্দুক হামলায় ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও নিহত
পরবর্তী নিবন্ধঅনাস্থা ভোটে ফ্রান্স সরকারের পতন