বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের ক্ষতি জাতিকে আজীবন বহন করতে হবে

আইআইইউসিতে আলোচনা সভায় ভিসি

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, জাতিকে পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এ হত্যাযজ্ঞের ক্ষতি জাতিকে আজীবন বহন করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার আইআইইউসি আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী ও মুহাম্মদ বদিউল আলম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আকতার সাঈদ, প্রফেসর ড. মো. নাজমুল হক নদভী, ড. নাজমুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগের পরিচালক মো. সরওয়ার আলম। এতে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ইকবাল হোসেন ও সহকারী পরিচালক মোসতাক খন্দকার। মুনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. শাকের আলম শওক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বই আমাদের সাহসী করে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়
পরবর্তী নিবন্ধদোভাষ শিপিংয়ের মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা