বুদ্ধ মূর্তির স্বর্ণের তিলক চুরি, চীবরে অগ্নিসংযোগ

বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আটক

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১২:৫৪ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলায় একটি বিহারের শতবর্ষী বোধিবৃক্ষ ও বুদ্ধ মূর্তির চীবরে (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) অগ্নিসংযোগ ও বুদ্ধ মূর্তির কপালে থাকা স্বর্ণের তিলক চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. রহিম (২৭) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সে উপজেলার ৮ নং শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের সন্দীপাড়ার মো. রবিউল হকের ছেলে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় কেন্দ্রীয় মহাবোধি বিহারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা তাপস বড়ুয়া জানান, ভোর রাত ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। বিষয়টি জানতে পেয়ে বিহারে গিয়ে দেখি বোধিবৃক্ষের কাপড় ও বুদ্ধমূর্তির চীবর খুলে আলাদা করে পুড়িয়ে দিয়েছে। আর মূর্তির কপালে থাকা স্বর্ণের তিলক নিয়ে গেছে।

জানা যায়, রহিম নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আনুমানিক রাত ৪টার দিকে নিকটস্থ বাজারের আশেপাশে ঘোরাফেরা ও পাগলামি করতে দেখা গেছে। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান মো. হাসান চৌধুরী ও প্রাক্তন চেয়ারম্যান মো. আজিজুল হকের সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে সেনাবাহিনীর পেট্রোল টিম তার বাসা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রহিম অপরাধের কথা স্বীকার করে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, আমরা রাতে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে ছিলাম। ধারণা করছি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমহীয়সী মুনাওয়ারা বেগমের জীবনাদর্শ সকলের জন্য অনুকরণীয়
পরবর্তী নিবন্ধসলিমপুর মাদ্রাসায় মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সেমিনার