বুড্ডিস্ট ডক্টরস্‌ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সেমিনার

| সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস্‌ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, বৈজ্ঞানিক সেমিনার, নবনির্বাচিত কমিটির অভিষেক, চিকিৎসক বরণ ও সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা গত শনিবার নগরীর ফয়’স লেক ও সী ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়।

১ম পর্বে বৈজ্ঞানিক সেমিনারে শুরুতে মংগলাচরণ করেন নবীন চিকিৎসক ডা. শ্রেয়া চাকমা। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. সুনাম কুমার বড়ুয়া এবং ডা. হিমেল চাকমা। প্যানেল বিশেষজ্ঞ ছিলেন ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক ডা. চৌধুরী শর্মিলা বড়ুয়া ও সহযোগী অধ্যাপক ডা. মনোজ বড়ুয়া। ২য় পর্বে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন নিউরোসার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। মহাসচিব ও অর্থসচিবের প্রতিবেদন পাঠ করেন ডা. ভাগ্যধন বড়ুয়া ও ডা. হিমাদ্রি বড়ুয়া। এরপর তাদের প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য সম্মাননা পদক অর্জন করার জন্য ডা. ভাগ্যধন বড়ুয়াকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। তাছাড়া ১৬ জন স্নাতকোত্তর (এমএস/ এফসিপিএস / ডিপ্লোমা ইত্যাদি) ও বিসিএস সুপারিশ প্রাপ্ত এবং ৩৬ জন নবীন বৌদ্ধ চিকিৎসকদের বরণ ও সন্মাননা প্রদান করা হয়। এছাড়া ডা. শুভ্রময় বড়ুয়ার সম্পাদনায় ‘জীবক’ নামে একটি সুভ্যেনিরে মোড়ক উন্মোচন করা হয়। ৩য় পর্বে নবনির্বাচিত কার্যকরী কমিটির ২০২৪২০২৫ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অধ্যাপক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়াকে সভাপতি এবং ডা. ভাগ্যধন বড়ুয়াকে মহাসচিব মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডা. স্বর্ণকমল বড়ুয়া রাতুল। বক্তব্য রাখেন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক ডা. শিউলি চৌধুরী, অধ্যাপক ডা. দীপি বড়ুয়া, অধ্যাপক ডা. কল্যাণ কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. প্রীতি প্রসূণ বড়ুয়া এবং অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. দেবযানী বড়ুয়া, ডা. স্নেহাশীষ বড়ুয়া এবং ডা. মৃত্যুঞ্জয় বড়ুয়া। শেষ পর্বে চিকিৎসক ও পরিবারের সদস্যদের মিলনমেলা, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসকদের মধ্যে সংগীত পরিবেশন করেন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, অধ্যাপক ডা. কল্যান কুমার বড়ুয়া, ডা. প্রীতীশ বড়ুয়া, অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, ডা. উপমা বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস গিল্ডের তৃতীয় বার্ষিক ক্যাম্পিং
পরবর্তী নিবন্ধসিএমপির উপ-পুলিশ কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলামের সৌজন্য সাক্ষাত