বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা অধ্যক্ষের কার্যালয় ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার দাবি

আহলে সুন্নাত ওয়াল জামাআতের সংবাদ সম্মেলন । তিনদিনের কর্মসূচি ঘোষণা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন ও মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধনে গত ৯ ফেব্রিয়ারি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন। শুভেচ্ছা বক্তব্য দেন, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ মঙ্গলবার প্রত্যেক উপজেলা সদরে আহলে সুন্নাত ওয়াল জামাআত’র উদ্যোগে মানববন্ধন এবং ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।

আগামীকাল বুধবার বিভিন্ন উপজেলায় প্রচারপত্র বিলি করা হবে। ১৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় বুড়িশ্চর নজু মিয়া হাট চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া অবিলম্বে মাদ্রাসায় হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অধ্যক্ষের কার্যালয় ২৪ ঘনণ্টার মধ্যে খুলে দেয়ার দাবি জানানো হয়, অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।

মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা স ম শহিদুল হক ফারুকী, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মাওলানা মুফতি মোহাম্মদ ইকবাল হোসেন আলকাদেরী, মাওলানা মিনহাজ উদ্দীন সিদ্দিকী, মাওলানা কাজী শফিউল আজম, লোকমান হাকিম মেম্বার, লায়ন মোহাম্মদ এমরান, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, আলী আজগর খান, এস এম আবু ছাদেক ছিটু, এম আহমদ রেজা, গাজী সাইফুল ইসলাম লিটন, কামরুল হাসান শাকিল, রাশেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফোরকান উদ্দীন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ এনামুল করিম, জিল্লুর রহমান কুতুবী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিআইউতে বিজনেস কার্নিভাল
পরবর্তী নিবন্ধবেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারির আদেশ