বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি রাজনীতিবিদ ইউনুচ গণি চৌধুরী বলেন, মাদরাসার শিক্ষার্থীরা আজ পিছিয়ে নেই, সর্বক্ষেত্রে তাদের বিচরণ লক্ষ করা যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মাদরাসা শিক্ষার যথেষ্ট মানোন্নয়ন হয়েছে। এ ধারা আগামীতে অব্যাহত থাকবে। তাই সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

গতকাল বুধবার হাটহাজারী উপজেলার বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় কামিল পরীক্ষার্থীদের আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মুহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ এয়াছিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ফোরকান বাবু, মোহাম্মদ মনসুর আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ সওদাগর, নূরূল হক, রেজাউল করীম। সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মওলানা সৈয়দ মোহাম্মদ নূরুল আমিন, সহকারী অধ্যাপক মওলানা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী,আরবি প্রভাষক মওলানা আবু তাহের ফারুকী।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শেখ ফয়েজুল্লাহ আহমদ, সহকারী অধ্যাপক মুহাম্মদ মনজুরুল কাদের, আরবি প্রভাষক মওলানা ফরিদুল হক চৌধুরী, আরবি প্রভাষক মওলানা সাইদুল ইসলাম পাটোয়ারী, আরবি প্রভাষক মওলানা আরিফুল মোস্তফা, মৌলভী মুহাম্মদ আবদুন নূর, মৌলভী মুহাম্মদ মোরশেদুল কাদেরী, সিনিয়র সহকারী শিক্ষক নাছির উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, সহকারী মৌলভী মোহাম্মদ মাসউদ, ক্বারী ফরিদুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে অভিযোগ জানালেন রোগীরা যে আশ্বাস দিলো কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধআইআইইউসির ফরেইন ল্যাঙ্গুয়েজেস কোর্সের ওরিয়েন্টেশন