হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার ৬৮তম বার্ষিক সভা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা জাফর আহমদ সিদ্দিকীর (রহ🙂 ৩০তম বেছাল শরীফ এবং শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী ও হাজী মোহাম্মদ সোলাইমান খানের ২১তম শাহাদাত বার্ষিক পালনসহ প্রতিষ্ঠানের মরহুমীন–মরহুমাত সকল দাতা–প্রতিষ্ঠাতা–শুভাকাঙ্ক্ষীদের ইছালে ছাওয়াব উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির প্রথম অধিবেশন গতকাল রাত ৮টায় মাদরাসা ময়দানে সফলভাবে সমাপ্ত হয়েছে।
মাওলানা এ জেড এম হারুনুর রশিদের সভাপতিত্বে মাহফিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া বহুমুখী কামিল মাদরাসার শাইখুত তাফসীর আল্লামা গাজী শফিউল আলম নেজামী। বিশেষ অতিথি ছিলেন দরবারে গাউছে হাওলা শরীফের বর্তমান গদিনশিন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, দরবারে কামালিয়ার সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ সিদ্দিক রেজা, দরবারে কামালিয়ার সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা মুহাম্মদ হোছাইন কামাল, দুবাই ফিকরি মসজিদের সাবেক ইমাম আল্লামা হাফেজ মুহাম্মদ আমিন, হাটহাজারী উপজেলার একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার সভাপতি আল্লামা মুসলেহ উদ্দিন মাদানী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ হোসাইন মুনিরী, মুহাম্মদ ফোরকান বাবু।
মাওলানা আবু তাহের ফারুকী ও তানভীর কুতুবীর সঞ্চালনায় মাহফিলে তাকরীর পেশ করেন ভারত থেকে আগত আল্লামা ফরমান আলী রেজভী, শায়েখ সাইফুল আজম বাবর আল–আজাহারী, আল্লামা হাসান রেজা আলকাদেরী, আল্লামা ড. মুহাম্মদ জাফর উল্লাহ, আল্লামা মুহাম্মদ ফখরদ্দীন আলকাদেরী, আল্লামা মুফতি হেলাল উদ্দিন আলকাদেরী, আল্লামা নিজাম উদ্দিন নোমানী, আল্লামা ওমর ফারুক নঈমী, আল্লামা আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, আল্লামা জয়নুল আবেদীন জিহাদী, মাওলানা সেলিম উদ্দিন আনোয়ারী, মাওলানা মোরশেদুল কাদেরী, মাওলানা রেজাউল মোস্তফা তানভীর আল আজাহারী। শুকরানা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।