আলো ঝলমল রৌদ্র ছড়িয়ে
ভোর হয় প্রতিদিন
দিন শেষে হয় মুখর পৃথিবী
আবার আঁধারে লীন।
সময়ের সাথে দিন বদলায়
বদলায় পরিবেশ
বদলায় খাতা সবুজাভ পাতা
হয় পুড়ে নিঃশেষ।
কিছু কিছু দিন থাকে অমলিন
যেন সকালের রোদ
রক্তের দাম জনম জনম
হয় না কখনো শোধ।
ভাষার জন্যে দিয়েছিল যারা
নির্ভয়ে পেতে বুক
এমন পাষাণ নয় বাঙালি
ভুলবে তাদের মুখ।
টুকটুকে লাল রক্ত পলাশ
সব কটি নাম তাই
দিয়েছি সে কবে এক এক করে
বুকের গহিনে ঠাঁই।