বু বু ওয়ার্ল্ডে শিশুতোষ বইমেলা শুরু

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিনের অনভ্যস্ততায় ভুলে যেতে বসা বইমেলার আনন্দ সবার মাঝে ফিরিয়ে আনতে নগরীর ৮১ এস এস খালেদ রোডস্থ শিশুদের একমাত্র সামাজিক ক্লাব বু বু ওয়ার্ল্ডে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে একুশের শিশুতোষ বইমেলা। বইমেলা উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক এবং মানবিক সংস্থা পে ইট ফরোয়ার্ড ও অনেস্টের প্রতিষ্ঠাতা বাদল সৈয়দ, সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন এবং স্বনামধন্য বই বিপণন ও প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ।
শিশুদের জন্য আয়োজিত এই বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে প্রতিটি বইয়ে ক্ষেত্রভেদে মিলবে বিশেষ ছাড়। বইমেলার উদ্বোধন শেষে সাহিত্যিক বাদল সৈয়দ মোরাল প্যারেন্টিং এর উপর তার লেখা ‘রোজাবেল মা তোকে বলছি’ এবং অন্যতম বেস্ট সেলার ‘স্বপ্নডানা’ বইতে অটোগ্রাফ প্রদান করেন। বইমেলায় আগত শিশু-কিশোরদের সাথে তিনি কথা বলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে ধর্মঘটে অভ্যুত্থানবিরোধীরা
পরবর্তী নিবন্ধ‘বিজিএমইএর বর্তমান নেতৃত্বের সফলতা তুলে ধরতে হবে’