বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায়
পালিত হয়। আলোচনা সভায় প্রীতিলতার আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাসদ (মার্কসবাদী) : পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি জাদুতঘরে রূপান্তরের দাবি জানিয়েছেন বাসদ (মার্কসবাদী) নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার প্রীতিলতার আত্মাহুতি দিবসে পাহাড়তলীস্থ প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণকালে এ দাবি জানান। এ সময় ছিলেন–শফি উদ্দিন কবির আবিদ, ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, জাহেদুন্নবী কনক।
উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম কলেজ : উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম কলেজের ব্যবস্থাপনায় ও চসিক সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল পাহাড়তলী রেলওয়ে স্কুল সংলগ্ন বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে প্রীতিলতার ৮৮তম আত্মহুতি দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র এম মনজুর আলম। এতে আরো উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা–হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী প্রমুখ।
বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদ : প্রীতিলতার আত্মাহুতি দিবসে চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরিষদের পক্ষে ঐতিহাসিক ইউরোপিয়ান ক্লাবের কাছে নির্মিত প্রীতিলতার আবক্ষমূর্তিতে ফুল দেওয়া হয়। এসময় বক্তব্য দেন, আলমগীর সবুজ, প্রীতম দাশ, অনুপম শীল প্রমুখ।
ছাত্রলীগ : গতকাল বৃহস্পতিবার আমবাগান রেলওয়ে স্কুলের সামনে স্মৃতিস্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন–মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, রুবা আহসান, নগর সুজন বর্মন, নাবির আহমেদ লিটন, ইমাম উদ্দীন নয়ন, নাসিম আকবর, মুক্তা জামান, আব্দুল মান্নান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আনিস, সাফায়েত আহম্মেদ সিফাত প্রমুখ।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ গতকাল একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন মো. আবদুর রহিম। আলোচনা করেন সৈয়দ মাহমুদুল হক, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, এ কে জাহেদ চৌধুরী, ডা. মো. জামাল উদ্দিন, আলী আহমদ শাহীন, এস এম লিয়াকত হোসেন, সুজিত কুমার দাশ, মো. শাহজাহান প্রমুখ।