‘বীরকন্যা প্রীতিলতা : তুমি রবে নীরবে হৃদয়ে মম’

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৪তম জন্মদিন উপলক্ষে গত মঙ্গলবার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘বীরকন্যা প্রীতিলতা : তুমি রবে নীরবে হৃদয়ে মম’ শীর্ষক আলোচনা সভা প্রীতিলতা সদনের পরিচালক অধ্যাপক সুললিত কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগীত শিক্ষক টিটু বড়ুয়ার পরিচালনায় কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ কল্যান নাথ ও আলোচক ছিলেন উপাধ্যক্ষ শেখ সুসমিতা সুলতানা। অতিথি ছিলেন অধ্যাপক আবদুল অদুদ, অধ্যাপক মুহাম্মদ আজিম, অধ্যাপক মুহাম্মদ আবু ছালেহ ও শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ ফয়সাল আন নিজামী। উপস্থিত ছিলেন প্রীতিলতা সদনের লিডার জান্নাতুল ফেরদৌস আঁখি, রোকেয়া সদনের লিডার, জান্নাতুল তাসমিন নাবিন, সুফিয়া কামাল সদনের লিডার সাইবা সিদ্দিকা এবং মাদার তেরেসা সদনের লিডার তানজিলা চৌধুরী তুসি ও প্রীতিলতার প্রতিকৃতি আরফা সুলতানা নিতু। আলোচনা অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলো ইয়াসিকা হোসেন, সূচনা বৈষ্ণব, সাজেদা খানম, রুমা আক্তার, রাহাতুল জান্নাত মনি, প্রিয়া মনি ও জান্নাতুল ফেরদৌস।

বক্তারা প্রীতিলতার আত্মদান, দেশপ্রেম, সাহসিকতা, শিক্ষা, বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্ব সম্পর্কে আলোকপাত করে কলেজের শিক্ষার্থীরাও যেন প্রীতিলতার জীবনাদর্শ অনুসরণ করে দেশপ্রেমে নিজেকে উজ্জীবিত করে সেভাবে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। শেষে একক গান পরিবেশন করে অনার্স এর শিক্ষার্থী অর্পিতা দেবী এবং দলীয় গান পরিবেশন করে কলেজ সাংস্কৃতিক ফোরাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়াসিকা হোসেন ও প্রিয়া মনি।

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ : বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৫তম জন্মদিবসে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবের সামনে গত ৫ প্রীতিলতার ভাস্কর্য্যে শ্রদ্ধাজ্ঞলী নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তপন ভট্টাচার্য্যের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন টিটু কুমার নাথ, তপন কুমার মো. রায়হান আহমেদ,হৃদয় দাশ ধ্রুব বণিক, মো. সবুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং রোজ ভ্যালি লায়ন্স ক্লাবের নিয়মিত সভা
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা