প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, ইতিহাসের প্রয়োজনে বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণ এখন সময়ের দাবি। বিপ্লবী সাবিত্রী দেবীর বাড়িতে ১৯৩২ সালে সংঘটিত সম্মুখযুদ্ধে বিপ্লবী নির্মল সেন ও বিপ্লবী অপূর্ব সেন দেশের জন্য যে আত্মত্যাগ তা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি নতুন প্রজন্মকে বিপ্লবীদের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। তিনি গতকাল সোমবার পটিয়ার ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে ১৯৩২ সালে সংঘটিত ঐতিহাসিক ধলঘাট যুদ্ধ দিবস স্মরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন। ট্রাস্টের আজীবন সদস্য প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি মো. আলী, কৃষ্ণা চক্রবর্তী, ইউপি মেম্বার রণধীর চক্রবর্তী, রূপক চক্রবর্তী, গৌতম চৌধুরী, সুকান্ত নাথ, অ্যাড. রঘুমণি, এস.টি মানিক, মো. সাব্বির, কমল সরকার, বরুন পালিত, শুভ নন্দী, শিপ্রা দে, মঞ্জু রায়, রূপশ্রী চক্রবর্তী, সুলতানা রাজিয়া, প্রিয়া বিশ্বাস, শুক্লা চৌধুরী প্রমুখ। এর পূর্বে অতিথিবৃন্দ বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রেস বিজ্ঞপ্তি।