নগরীর হালিশহর থানাধীন শান্তিবাগ নিবাসী বীর মুক্তিযোদ্ধা সামসুল হক (৭৮) গত ৫ শুক্রবার বিকেল ৫টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ১০টায় আগ্রাবাদস্থ বেপারীপাড়া সিটি কর্পোরেশন মার্কেটের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে বেপারীপাড়া কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারি কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনিসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।