চাকতাই মাহবুবুর হক কমিশনার লেইন নিবাসী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল হক চৌধুরী (সৈয়দ) ১৫ আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদে যোহর চাকতাই মকবুল আলী সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জায়নাজার নামাজ শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট প্লাবন কুমার বিশ্বাস রাষ্ট্রীয় সালাম এবং সিএমপির বাকলিয়া থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।