বীর মুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

 

 

বীর মুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহেরাজেউন)। তিনি পুটিবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সওদাগর বাড়ির মৃত মোস্তফিজুর রহমানের পুত্র। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম দীর্ঘদিন যাবত দূরারোগ্য রোগে ভুগছিলেন। তিনি পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। একইদিন বিকেল সাড়ে ৪টায় পুটিবিলা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর
পরবর্তী নিবন্ধকাজী হাসান মাহমুদ