বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আকবর ইউসুফের ইন্তেকাল

ঢাকা ব্যুরো | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আকবর ইউসুফ গত শনিবার ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মীরসরাই পাতাকোট গ্রামের শহীদ বদিউজ্জামান ও শহীদ রওশন আরা বেগমের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযুদ্ধে তাঁর পিতা-মাতা বোন শহীদ হন। বেঁচে ছিলেন শুধু দুই ভাই। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং ২০০৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে অবসর গ্রহণ করেন। গতকাল বাদ জোহর ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুভাষ দত্ত
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর এমফিল ডিগ্রি অর্জন