বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক সাবের আহমদ

আসগারীর ইন্তেকাল আজ বাদ জোহর নামাজে জানাজা

| বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

প্রবীণ সাংবাদিক হলিডে পত্রিকার ব্যুরো প্রধান বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারী গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি ৭০ সালে চট্টগ্রাম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক, ৭১ সালের মুক্তিযুদ্ধে সন্দ্বীপ, সীতাকুণ্ড, মীরসরাই বিএলএফ জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। আজ বুধবার বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষ হযরত গরীব উল্লাহ শাহ্‌ (.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রবীণ সাংবাদিক সাবের আহমদ আসগারীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তাঁরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবের আহমদ আসগারীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়। এক শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে নেমেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু
পরবর্তী নিবন্ধছাত্রদল প্যানেলকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার দুই প্রার্থীর