বীর মুক্তিযোদ্ধা ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানির কোন কবর খুঁজে না পাওয়া স্বজনেরা খুলশীস্থ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়া মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে ৫নং সেক্টরের অধীনে। বাঁশতলা সেনা সাব সেক্টরের আওতাধীন কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালীন অবস্থায় মহব্বতপুর সম্মুখ যুদ্ধে ১৯৭১ সালের ২৮ আগস্ট শহীদ হন। তার লাশ খুঁজে পাওয়া যায়নি। শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়ার পুত্র, চিটাগং খুলশী ক্লাব লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া মরহুম পিতার জন্য সবার দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ইনসানিয়াত বিপ্লব মহাসমাবেশের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধ২১ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার