বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম

| সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মিস্ত্রী পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম (৭২) গত ২৬ জুলাই সকাল আনুমানিক ৯টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদে আছর মিস্ত্রী পাড়া লাল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মেট্টোপলিটন পুলিশের ডবলমুরিং থানার একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর আলমকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। একইসাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন ডবলমুরিং থানা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। মিস্ত্রী পাড়াস্থ কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাইদগাঁও ইউপি চেয়ারম্যানের মাতার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ