বীর মুক্তিযোদ্ধা আহমদ কবির চৌধুরী (৭৪) গতকাল শুক্রবার দুপুর ২টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। গতকাল বাদে আসর নামোজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন গ্রামের মৃত বদিউর রহমানের পুত্র। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার জানাজায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ আলম, রুস্তম আলী, আবু বক্কর, আবুল হাসেম, মোহাম্মদ শরীফ, বাদশা মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।











