হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন (৯০) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন সন্ধ্যায় হাধুরখীলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।












