নগরীর ডবলমুরিং থানাধীন দাইয়া পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম (৮০) গত শুক্রবার সকাল ৮টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন বাদে জুমা হাজী পাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ। প্রেস বিজ্ঞপ্তি।












