বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

কিশোর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকায় বিয়ের প্রলোভনে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গতকাল শনিবার এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আকবরশাহ থানার ওসি জহির হোসেন আজাদীকে জানান, ১৩ বছরের ওই কিশোরীকে প্রায় সময় বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল প্রতিবেশী কিশোর। ৬ অক্টোবর বিয়ের কথা বলে ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় গ্রেপ্তারকৃত কিশোর। তিন দিন ধরে শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে নানা অজুহাত দেখালে ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধউন্নত যন্ত্রপাতি, দৃষ্টিনন্দন বহির্বিভাগ
পরবর্তী নিবন্ধগেট ও জেনারেটর দেখতে দুই দেশে যাচ্ছে সিডিএর টিম