বিয়ের খাবারে মাংস কম নিয়ে হাতাহাতি,বরের বাবার মৃত্যু

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিয়ের খাবারে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের হাতাহাতির মধ্যে বরের বাবার মৃত্যু হয়েছে। তার নাম নূর মোহাম্মদ মিয়া। হাতাহাতির এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেন স্বজনরা। সেখানে চিকিৎসক জানান, নূর মোহাম্মদের মৃত্যু হয়েছে আগেই।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া আমরুলবাড়ি এরশাদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জলঢাকা থানার এসআই সজল কুমার সরকার জানান। কনের বাবা আনোয়ারুল ইসলাম ও বাবুল হোসেন নামের দুজনকে আটক করেছে পুলিশ। খবর বিডিনিউজের।

এসআই সজল বলেন, গত ১৯ ফেব্রুয়ারি রংপুরের উত্তম বাওয়াই হাজিরহাট এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে জোনাব আলী মিয়ার সঙ্গে জলঢাকার ডাঙ্গাপাড়া আমরুলবাড়ি এরশাদের মোড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল আক্তারের বিয়ে হয়। শুক্রবার ছিল কনে বিদায়ের অনুষ্ঠান। রাতে বাড়িতে হাজির হয় বর পক্ষ। খাবার দেওয়ার সময় কয়েকজনের পাতে ‘মাংস কম দেওয়ার’ অভিযোগ করেন তারা।

এ নিয়ে প্রথমে হয় কথা কাটাকাটি, পরে হাতাহাতি। মারামারি চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূর মোহাম্মদ মিয়া। তখন থামে মারামারি। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেজবাহুর রহমান প্রধান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

জলঢাকা থানার পরিদর্শক ফিরোজ কবির বলেন, কনের বাবাসহ দুই জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর জোনাব আলী মিয়া একটি মামলা করবেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধছাগলে বাদাম পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ,প্রাণ গেল নারীর
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহরণের পাঁচঘণ্টা পর দুই শিশু উদ্ধার