বিয়ের এক সপ্তাহ আগে নিভে গেল জীবন প্রদীপ

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একটি পালসার মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

যদিও অনেক স্থানীয়রা দাবি করছেন, কঙবাজারগামী গ্রীণল্যান্ড পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। কিন্তু পুলিশের পক্ষ থেকে এটির সত্যতা পাওয়া যায়নি।

এদিকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বাদে এশা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত আলী আব্বাসের চাচাতো ভাই মো. শিবলু বলেন, আগামী শুক্রবার ভাইয়ের বিয়ের কাবিন হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্য নতুন জীবনের আগেই ভাইয়ের জীবনের প্রদীপ নিভে গেল। শিবলু আরও বলেন, গত বছর আরেক সড়ক দুঘটনায় আব্বাসের ভাবির মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে গুলির অভিযোগ