বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় বেড়াতে আসা মেহমান ও বরযাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুরাইয়া বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছেন কনের মা শাহানা আক্তার।
পুলিশ জানায়, স্থানীয় জামাল উদ্দিনের কন্যা হিরুমনির সাথে একই ইউনিয়নের ছনুয়া খুদুকখালী গ্রামের নুরুল কাদেরের ছেলে মো. ইউছুফ মিয়ার বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় স্থানীয় কলিমুল্লাহ ও জামাল গং সেখানে হামলা চালায়। হামলায় কনের বাবা জামাল উদ্দিন, হাফসা বেগম (৩৫) আজিজুর রহমানসহ (৫০) অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীরা বিয়ের মঞ্চ ভাঙচুরসহ আগত মেহমানদের কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার বলেন, বিয়ে বাড়িতে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।