চার বছরের প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে ব্যবসায়ী মাইকেল বুলোসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। শনিবার ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল বাড়ি মার-আ-লগোতেই বিয়ের অনুষ্ঠান হয় বলে জানিয়েছে এনডিটিভি। ২০১৮ সালে লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়ার সময় ইউরোপ ভ্রমণে বেরিয়ে বুলোসের সঙ্গে দেখা হয় ট্রাম্পের চতুর্থ সন্তান টিফানির। লেবাননে জন্ম নেওয়া বুলোসের পরিবার কয়েক বিলিয়ন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। খবর বিডিনিউজের।
তিনি গত বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে টিফানিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হারিকেন নিকোলের কারণে তাদের বিয়ের অনুষ্ঠান পরিকল্পনামাফিক হবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিলেও শেষপর্যন্ত নির্ধারিত তারিখেই ট্রাম্পকন্যা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বুলোসকে জীবনসঙ্গী করে নিলেন। বিনোদন অঙ্গনের খবরের জন্য সুপরিচিত পেইজ সিঙ জানিয়েছে, রীতি মেনে ট্রাম্পই তার মেয়ে টিফানির হাত ধরে তাকে বিয়ের মঞ্চে হবু বর বুলোসের হাতে তুলে দেন। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মার্কিন কংগ্রেস সদস্য আনা পলিনা লুনা।
তিনি ট্রাম্প ও তার ৫ পুত্রকন্যার একটি ছবিও পোস্ট করেছেন। ওই ছবিতেই লম্বা হাতার বিয়ের পোশাক পরিহিত টিফানিকে দেখা গেছে। সাদা গাউন পরিহিত ট্রাম্পকন্যার কানে ছিল ডায়মন্ডের দুল। বুলোস এদিন ঐতিহ্যবাহী কালো টুঙেডো স্যুট পরেন। টিফানিই বিয়ের ভেন্যু হিসেবে মার-আ-লগোকে পছন্দ করেছিলেন বলে জানিয়েছে মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন পিপল। এটা ছিল টিফানির শৈশবের বাড়ি, এখানেই সে জন্ম নিয়েছিল, বলেছেন টিফানির মা মার্লা ম্যাপল।