অজ্ঞাত হামলাকারীরা দু’টি মোটরসাইকেলে করে এসে দুর্গাপূজার প্যান্ডেল লক্ষ্য করে গুলি ছোড়ার পর পালিয়ে যায়। ভারতের বিহার রাজ্যে দুর্গাপূজার একটি প্যান্ডেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে চারজন আহত হয়েছেন। রোববার সকালে রাজ্যটির আরাহ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা দু’টি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেল লক্ষ্য করে গুলি ছোড়ার পর পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করেছে। খবর বাংলানিউজের।
আহতদের আরমান আনসারি (১৯), সুনিল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) এবং সিপাহি কুমার বলে শনাক্ত করা হয়েছে। আরমানের পেছনে, সুনিলের বাম হাতে, রোশানের ডান হাঁটুর নিচে এবং সিপাহির কোমড়ে গুলি লেগেছে।
গুলি লাগার পর দ্রুত তাদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক বিকাশ সিং জানান, তাদের মধ্যে দুইজনের পেটে অস্ত্রোপচার করে গুলি বের করতে হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। কী কারণে হামলা চালানো হয়েছে তা পরিষ্কার হয়নি।