বিহারে গরুর মাংস বহনের সন্দেহে একজনকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ৩

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুর মাংস বহন করার সন্দেহে এক মুসলিমকে পিটিয়ে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার এক পুলিশ কর্মকর্তা। ৫৬ বছর বয়সী নাসিম কুরেশি কয়েকদিন আগে একদল দুর্বৃত্তের হামলায় মারা যান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতের কিছু অঞ্চলে গরুর মাংস বিক্রি ও খাওয়ায় বিধিনিষেধ আছে। কট্টরপন্থি হিন্দু গোষ্ঠীগুলো অনেকদিন ধরে সমগ্র ভারতজুড়ে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়ে আসছে।

আদালতে দেওয়া পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ২০ জনের বেশি লোক কুরেশিকে ঘিরে ধরে তার ওপর হামলা চালায়। ওই উন্মত্তদের হাত থেকে পুলিশ কুরেশিকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রসুলপুর থানার প্রধান রামচন্ত্র তিওয়ারি টেলিফোনে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের আগুন নিভল ২১ ঘণ্টায়