বিস্ফোরণের শিকার বাংলার জ্যোতিকে নেওয়া হলো ডকে

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ডলফিন জেটিতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ‘এমটি বাংলার জ্যোতি’ জাহাজটাকে মেরামতের জন্য ডকে নেওয়া হয়েছে। বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের মাঝেও ভাগ্যক্রমে রক্ষা পাওয়া ৮৫ কোটি টাকা দামের প্রায় ১১ হাজার টন ক্রুড অয়েল খালাসের পর জাহাজটিকে ডলফিন জেটি থেকে সরিয়ে নদীর অপর পাড়ের একটি বেসরকারি ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। ইস্টার্ন রিফাইনারির জন্য আমদানি করা অপরিশোধিত তেলের চালানটি খালাসের সময়ই গত ৩০ সেপ্টেম্বর সকালে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজনের প্রাণহানি ও কয়েকজন আহত হয়েছিলেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভর জোয়ারের সময় বন্দরের অভিজ্ঞ পাইলটের অধীনে জাহাজটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের একটি বেসরকারি ড্রাইডকে স্থানান্তর করা হয়। বন্দরের কাণ্ডারী ৪ ও ১২ নামের দুইটি শক্তিশালী টাগবোট জাহাজটিকে স্থানান্তরে সহায়তা করে।

১৯৮৭ সালে ডেনমার্কে তৈরি ৩৭ বছরের পুরানো ‘এমটি বাংলার জ্যোতি’ অয়েল ট্যাংকারটির সামনের দিকে বেশ ক্ষতিগ্রস্ত হয়। এটি মেরামত করতে তিন মাসেরও বেশি সময় লাগবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিএসসির আরেকটি অয়েল ট্যাংকারে আগুন, ৩৬ ক্রু উদ্ধার
পরবর্তী নিবন্ধপূজার ছুটিতে ঢাকা থেকে চলবে এক জোড়া বিশেষ ট্রেন