সীতাকুণ্ডের কন্টেনার ডিপোতে প্রাণহানি ও হতাহতের জন্য কন্টেনার ডিপোর মালিক এবং কর্তৃপক্ষের শাস্তি দাবি করেছে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশে জোট নেতারা এই দাবি করেন। এর আগে বাম জোটের কেন্দ্রীয় নেতারা সীতাকুণ্ডের ক্ষতিগ্রস্ত ডিপো পরিদর্শন করেন। এরপর তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে আহত দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নেন।
সমাবেশে বাম জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলার সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, মানস নন্দী, আব্দুল আলী, বিধান দাস। এতে বক্তারা বলেন, কন্টেনার ডিপোতে বিস্ফোরেণে মানুষের প্রাণহানি ও হতাহতের জন্য ডিপোর মালিক এবং কর্তৃপক্ষের শাস্তি দাবি করছি।
নুরুচ্ছফা ভুঁইয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর, মহিনউদ্দিন, জাহেদুন্নবী কনক। প্রেস বিজ্ঞপ্তি।