বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সদরঘাট থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. রাশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। এর আগে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সদরঘাট থানায় ২০১০ সালে বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় হওয়া একটি মামলায় রাশেদ এ আত্মসমর্পণ করেন। তিনি এতোদিন পলাতক ছিলেন।