বিসিসিআই ও আইসিসিকে চিঠি দেবে বিসিবি

মোস্তাফিজ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:১১ পূর্বাহ্ণ

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় দেখা দিয়েছে। বেড়ে গেছে দু’দেশের ভূরাজনৈতিক অস্থিরতা। মোস্তাফিজ ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে সবকিছুই এখন শঙ্কায় পড়েছে। আগামী মাসে টিটোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। এই আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যখন নিরাপত্তার প্রশ্ন উঠে তখন পাল্টা প্রশ্ন উঠেছে ভারতে বাংলাদেশের বিশ্বকাপ দল কতটুকু নিরাপত্তায় থাকবে তা নিয়ে। এ নিয়ে গত রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা বসে। তার আগেই বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল এ নিয়ে জরুরি বৈঠকের কথা বলেছিলেন।

গতকাল শনিবার রাতে ক্রিকেট বোর্ড পরিচালকদের এ বৈঠকে প্রথমেই দেশের স্বার্থ, সম্মান, নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয় উঠে আসে। আধা ঘণ্টার বৈঠকে দুটি বিষয় নিয়ে মূলত সিদ্ধান্ত হয়। একটি হচ্ছে মোস্তাফিজ ইস্যু এবং দ্বিতীয়টি বাংলাদেশ ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে যাবে কিনা তা নিয়ে। মোস্তাফিজ ভারতে খেলতে গেলে নিরাপত্তা হুমকিতে পড়বেন। এ কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার থেকে তাকে প্রত্যাহার করা হয়। এ বিষয়টি উপস্থিত পরিচালকবৃন্দ অপমানজনক বলে মন্তব্য করেন।

একজন ক্রিকেটারকে নিলামে তুলে দলে নেয়ার পর তাকে বাদ দেয়া শুধু একজন খেলোয়াড় নয় বরং তার সমর্থক, দেশ ও তার জনগণকেও অপমানের শামিল। দেশের ক্রিকেটের জন্য এটি একটি আঘাত বলে চিহ্নিত হয়েছে। তাই বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ব্যাখা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বিক পরিস্থিতি জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে চিঠি দেবে।

দ্বিতীয় জরুরি এজেন্ডা ছিল বাংলাদেশ ক্রিকেট দল টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে এ মাসেই ভারত যাবে। মোস্তাফিজকে যদি আইপিএলে নিরাপত্তা দেয়া না যায় তবে বাংলাদেশ দল কতটুকু নিরাপত্তা পাবে ভারতে গিয়ে সে প্রসঙ্গে। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয় বিশ্বকাপ যেহেতু আইসিসির ইভেন্ট সেহেতু বিসিবি আইসিসির কাছেই এ নিয়ে জানতে চাইবে। বিশ্বকাপে শুধু বাংলাদেশের খেলোয়াড় কর্মকর্তারাই যাবেন না, খেলা কভার জন্য বাংলাদেশ থেকে সাংবাদিক এবং খেলা দেখার জন্য প্রচুর দর্শকও ভারত যাবেন। তাদের নিরাপত্তার নিশ্চয়তায় দেশের স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ নিয়েও আইসিসির কাছে জানতে চাইবে। বিসিবির যেহেতু এ নিয়ে প্রচুর দায়িত্ব রয়েছে সে প্রেক্ষিতে তারা রোববার (আজ) আইসিসিকে সবকিছু জানিয়ে চিঠি দেবে। মোস্তাফিজুর বিষয়ও তাদের জানানো হবে। এ প্রসঙ্গে বাংলাদেশের উৎকণ্ঠার বিষয়টি আইসিসির নজরে আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে মেইল করবে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্তটি ওই চিঠির উত্তরেই পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থীদের চিনেন না ভোটাররা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ব্যারিস্টার আনিসের প্রস্তাবক আটক