বিসিবির বিশেষ স্পিন বোলিং ক্যাম্প আজ শুরু

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের তত্ত্বাবধানে মিরপুরে শুরু হচ্ছে চার দিনের স্পিন বোলিং ক্যাম্প। সেখানে ডাকা হয়েছে ৩২ জন স্পিনারকে।এই স্পিনারদের মধ্য থেকেই খোঁজা হবে নতুন প্রতিভা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে এই ক্যাম্প। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা সানজামুল ইসলাম, জুবায়ের হোসেন, নাজমুল ইসলাম অপুর মতো স্পিনাররা যেমন আছেন সেখানে, তেমনি আছেন রকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদির মতো তরুণ প্রতিভা। ঠাঁই মিলেছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তানভির ইসলাম, সঞ্জিত সাহা, নাহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস, ইফতেখার সাজ্জাদ রনি, টিপু সুলতানের।
জাতীয় নির্বাচক হাবিবুল বাশার জানান, এই স্পিনারদের অনেকে ঢাকার ক্লাব ক্রিকেটে খেলে, কেউ কেউ আবার কোনো পর্যায়েই কখনও খেলেনি। আমরা নিজেরাও তাদের অনেককে চিনি না, তাদের সম্পর্কে জানি না তেমন। আমরা তাদেরকে নিয়েছি মূলত বিভিন্ন জনের কাছ থেকে শুনে। বিভিন্ন একাডেমির কোচ বা আমাদের অনেকে আছেন সংশ্লিষ্ট, তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আমরা তাদেরকে ডেকেছি মূলত দেখার জন্য।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধওপিএ, ফ্রেন্ডস ক্লাবের জয়লাভ