বিসিবি’র বার্ষিক সাধারণ সভা ৭ জুলাই

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে আগামি ৭ জুলাই বার্ষিক সাধারণ সভার দিন চূড়ান্ত করেছে টাইগার ক্রিকেট প্রশাসন। মঙ্গলবার বিসিবি’র ১০ম বোর্ড সভা শেষে একথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমাদের এজিএম’র তারিখ আজকে চূড়ান্ত করেছি, ৭ই জুলাই ২০২১ আমরা এজিএম করব।’ ২০১২ সালে বিসিবি’র অ্যাড কমিটিতে সভাপতি হিসেবে নিয়োগ পান নাজমুল হাসান পাপন। প্রথম নির্বাচিত সভাপতি হন ২০১৩ সালে। এরপর ২০১৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন অভিজ্ঞ এই সংগঠক।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালি থানা ফুটবল দলের অনুশীলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে রবি শংকর দাশ মেমোরিয়াল স্নুকার টুর্নামেন্ট শুরু