বিসিবিতে হাবিবুল বাশার নতুন দায়িত্ব পেয়েছেন। নারী ক্রিকেট বিভাগে এক বছর কাজ করার পর এবার গেম ডেভেলপমেন্টে নতুন দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। পূর্ণ হলো তার দীর্ঘদিনের একটি ইচ্ছেও। মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের সভায় হাবিবুলকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সোমবারের সভা শেষে সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেন বিসিবি পরিচালক প্রধান ইফতেখার রহমান। ‘হাবিবুল বাশার আগে আমাদের নারী ক্রিকেট দেখতেন। তাকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো–অর্ডিনেটর করা হয়েছে।’ গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হয় হাবিবুলের। পরে নারী ক্রিকেটের প্রধান হিসেবে কাজ শুরু করেন তিনি। এক বছর যেতেই আরেকটি নতুন দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। গেম ডেভেলপমেন্ট বিভাগে মূলত বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের পরিচর্যার বিষয়টি দেখভাল করা হয়। হাবিবুল বলেন, দীর্ঘদিন ধরে এই বিভাগে কাজ করার ইচ্ছা ছিল তার। ‘সবসময়ই ইচ্ছা ছিল গেম ডেভেলপমেন্টে অর্থাৎ ক্রিকেটারদের গড়ে তোলা নিয়ে কাজ করার। জাতীয় দলের নির্বাচক থাকার সময় হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে অনেকদিন নিবিড়ভাবে কাজ করেছি। এখন গেম ডেভেলপমেন্টের সুবিধা হলো এখানে কাজ করার সুযোগ অনেক। ডেভেলপমেন্ট তো… এখানে কাজ করার আগ্রহ আমার সবসময় ছিল।’ নতুন দায়িত্বে মঙ্গলবারই কাজ শুরু করে দিতে চান হাবিবুল। গেম ডেভেলপমেন্টে বিদ্যমান কর্ম–পরিকল্পনার সঙ্গে নিজের ভাবনা যুক্ত করে নতুন পথে এগোনোর আশা তার। ‘পরিকল্পনা বলতে… গেম ডেভেলপমেন্টের কাজ অনেক। অনেক কিছু করার আছে এখানে। অনেক দিন ধরেই গেম ডেভেলপমেন্টের কাজ চলছে। এর সঙ্গে আমার কিছু চিন্তাভাবনা যুক্ত হবে। দেখা যাক… মাত্র তো দায়িত্ব পেলাম। সব কিছু নিয়ে আলোচনা করে এগোবো।’