বিসিবিকে তামিমের সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকে ‘ক্রিটিকাল’ বা সংকটময় হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির যেকোনো নীতি নির্ধারণী সিদ্ধান্তে আবেগের চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাব ও খেলোয়াড়দের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হুটহাট কোনো মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি বিশ্বাস করেন, আলোচনার মাধ্যমেই সব জট খোলা সম্ভব। তার ভাষায়, ‘অনেক সময় সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধান করা যায়। সঠিক ডায়ালগ বা সংলাপ অনেক বড় বড় সমস্যার সমাধান বের করে দিতে পারে।’ বিসিবিকে আগামী দশ বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তামিম বলেন, ‘আজকে আমরা যে সিদ্ধান্ত নেব, তার প্রভাব আগামী এক দশকে আমাদের ক্রিকেটের ওপর পড়বে। তাই শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে চলবে না; ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট কোন পথে এগোবে, সেটা মাথায় রেখেই পা বাড়ানো জরুরি।’ বিসিবিকে একটি স্বাধীন সংস্থা হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেছেন এই অভিজ্ঞ ওপেনার। তিনি মনে করেন, বড় অংশীদার হিসেবে সরকারের সাথে আলোচনা প্রয়োজনীয় হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকা উচিত। বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য মঙ্গলজনক, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাদের থাকা উচিত। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু জনমতের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘মাঠে খেলার সময় দর্শকের আবেগ থেকে অনেক ধরনের মন্তব্য আসবেই। জনমত সব সময় একরকম থাকে না। কিন্তু শুধুমাত্র জনমতের ওপর ভিত্তি করে কোনো বড় সংগঠন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়।’ নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে তামিম জানান, তিনি যেহেতু এখন বোর্ডের কোনো পদে নেই, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করবেন না। তবে বোর্ডে থাকলে দেশ এবং খেলোয়াড়দের স্বার্থকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি এডমিন প্রীতি ক্রিকেট ম্যাচ
পরবর্তী নিবন্ধনোয়াখালীকে ৬ষ্ঠ হারের স্বাদ দিল রাজশাহী