বিসিবি সভাপতির সাথে রাউজান উপজেলা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপির সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসাইন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, বিসিবির সাবেক বোর্ড পরিচালক নজিব, বিসিবি কাউন্সিলর সিরাজ উদ্দিন আলমগীর, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম বাবর, সাবের হোসেন প্রমুখ।
রাউজান উপজেলা চেয়ারম্যান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপিকে রাউজানে আসার আমন্ত্রণ জানান তিনি তা সাদরে গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০৭.১৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ শুরু