বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর গতকাল বুধবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে আসিফ আকবর পাহাড়ি জেলার ক্রীড়া অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন,পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, পাহাড়ি এলাকার তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বান্দরবানসহ পার্বত্য জেলাগুলো থেকে জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে এবং দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে। এ সময় জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তারা, স্থানীয় কোচ, খেলোয়াড় উপস্থিত ছিলেন।












